বিগ শপিং ডেজ-এ জলের দরে স্মার্টফোন বেচছে ফ্লিপকার্ট

Thu, 06 Dec 2018-11:56 pm,

নতুন বছর শুরু হওয়ার আগে ফের ঢালাও ছাড় নিয়ে হাজির ই-রিটেল সাইট ফ্লিপকার্ট। স্মার্টফোনের উপরে লোভনীয় অফার দিচ্ছে এই সংস্থা। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডে ক্রয় করলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।  

Honor 9N ফোনে বিশাল ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফোনটির ৩জিবি/৩২জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা। তা মিলছে ৮,৯৯৯ টাকায়। 

Honor 9N ফোনের ৪জিবি/৬৪জিবি স্টোরেজের দাম ১৫,৯৯৯ টাকা। মিলছে ১০,৯৯৯ টাকায়। এর উপরে রয়েছে এইচডিএফসি ডেবিট বা ক্রেডিট কার্ডে কিনলে ১০ শতাংশ ছাড়।

Realme c1 ফোনের দাম ৮,৯৯০ টাকা। অফারে পাচ্ছেন ৭,৪৯৯ টাকা। এর সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কের ১০ শতাংশ ছাড়।

Realme 2 মোবাইলের দাম ৯,৯৯০ টাকা। তা মিলছে ৯,৪৯৯ টাকায়।এর সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কের ১০ শতাংশ ছাড়।

Realme 2pro মোবাইলের দাম ১৪,৯৯০ টাকা। তা মিলছে ১৩,৯৯০ টাকায়। এর সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কের ১০ শতাংশ ছাড়।

ASUS ZENFONE LITE L1 ফোন কিনলে পাচ্ছেন ২ হাজার টাকার ছাড়। ৬,৯৯৯ টাকা থেকে একধাক্কায় দাম পড়েছে ৪,৯৯৯ টাকায়। এর সঙ্গে এইচডিএফসি-র ১০ শতাংশ ছাড় যোগ হলে দাম দাঁড়াবে সাড়ে চার হাজার টাকায়। 

Honor 7S (২জিবি/১৬জিবি) ফোনের দাম ৮,৯৯৯ টাকা। তা মিলছে ৫,৯৯৯ টাকায়। 

Lenevo A5 স্মার্টফোনের দাম ৭,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ৬,৯৯৯ টাকায়।

ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের ফ্ল্যাগশিপ ফোন POCO F1-এর দামেও পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ৮জিবি/২৫৬জিবি স্টোরেজ ফোনের দাম ৩০,৯৯৯ টাকা। তা মিলছে ২৫,৯৯৯ টাকায়। 

তেমনই ৬জিবি/৬৪জিবির দাম ২ হাজার কমে মিলছে ১৯,৯৯৯ টাকায়।  

৬জিবি/১২৮জিবি স্টোরেজের দাম ২৪,৯৯৯ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ২১,৯৯৯ টাকা। এর সঙ্গে যোগ হচ্ছে এইচডিএফসি-র অফার। 

Motorola one power-এর দাম ১৮,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৪,৯৯৯ টাকা।

Infinix Note 5 ৩জিবি/৩২ জিবি স্টোরেজের ফোন মিলছে ৭,৯৯৯ টাকায়। ফোনটির আসল দাম ১০,৯৯৯ টাকা।  

Zenfone max pro M1 ৩জিবি/৩২জিবি ফোনের দাম ১০,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ৯,৯৯৯ টাকা। ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ চার্জ থাকবে। 

 

Redmi Note 5 Pro মিলছে ১২,৯৯৯ টাকায়। ২ হাজার টাকা দাম কমেছে। .

Vivo v9 pro ১৭,৯৯০ টাকা থেকে কমে হয়েছে ১৫,৯৯০ টাকা।          

 

Asus Zenfone 5z ফ্ল্যাগশিপ ৮৪৫ প্রসেসরের ফোনটি মিলছে ২৪,৯৯৯ টাকায়। দাম কমেছে ৫ হাজার টাকা।

Honor 10 ফোনটি মিলছে ২৪,৯৯৯ টাকায়। দাম কমেছে ১১ হাজার টাকা। 

LG G7 Thinq ফোন মিলছে ২৬,৯৯৯ টাকায়। অবিশ্বাস্যভাবে ৫০,০০০ টাকা থেকে প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে দাম। 

Pixel 2XL ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ৩৯,৯৯৯ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link