এই দানব মাছের বয়স শুনলে চোখ কপালে উঠবে
১৯৭০ সাল। এই বছর চন্দ্রাভিযানে অ্যাপেলো ১৩-কে পাঠিয়েছিল নাসা। দুর্ভাগ্যবশত মহাকাশেই ভেঙে পড়ে যানটি। সেই বছরই আরও যা যা ঘটে- কম্বোডিয়া আক্রমণ করে আমেরিকা, বাংলাদেশে প্রবল ঝড়ে মৃত্যু হয় কমপক্ষে ৫ লক্ষ মানুষের।
অভিনেতা সইফ আলি খান জন্মান সেই বছর। আর জন্মায় ফ্লোরিডার একটি ওয়ারশ গ্রুপ মাছ। হ্যাঁ, সইফের যা বয়স, ফ্লোরিডায় জালে ধরা পড়া মাছটিরও তাই বয়স। যা দেখে নেটদুনায় এখন তোলপাড়।
ডিসেম্বরে দানব মাছটি ধরা পড়ে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিউসি) ওই মাছের অঙ্গের নমুনা পরীক্ষা করে জানতে পেরেছে মাছটির বয়স ৫০ বছর।
ফিশারম্যান জ্যাসন বয়েল ওই মাছটি তুলে ধরে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করেন। জানা গিয়েছে মাছটির ওজন ১৬০ কিলোগ্রাম।
ফ্লোরিডার ওয়েস্ট কোস্টের ৬০০ ফুট গভীর থেকে তোলা হয় দানব মাছটি।