সৎ মা থেকে `শত্রু`? করিনাকে প্রতিযোগী বানিয়ে ফেললেন সইফ-কন্যা সারা?
সৎ মা হলেও, করিনা তাঁর বন্ধুর মত, প্রায়শই এমন মন্তব্য করতে শোনা যায় সারাকে, কিন্তু আচমকা কী হল সইফ-কন্যা, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি টাউনে!
রিপোর্টে প্রকাশ, করিনা কাপুর খান এবং সারা আলি খান যে দুই জার্মান জুতোর কম্পানির ব্র্যান্ড এম্বাসাডার হয়েছেন, সেই দুই সংস্থা একে অপরের প্রতিযোগী
জানা যাচ্ছে, জার্মানির একটি জনপ্রিয় জুতোর কম্পানি অনেক আগেই ভারতে তাঁদের ব্যবসা সম্প্রসারণের জন্য করিনাকে নিজেদের প্রডাক্টের ভারতীয় মুখ হিসেবে নির্বাচিত করে, কিন্তু সেই সংস্থার তুখোড় প্রতিযোগী সংস্থা এবার সারাকে তাঁদের ভারতের মুখ হিসবে বেছে পাল্টা চাল দিল বলেই মনে করা হচ্ছে
জার্মানির দুই প্রতিযোগী কম্পানির ভারতের মুখ নির্বাচিত হয়ে এবার মা-মেয়ের লড়াই যেন ঘরের মধ্যে এসে গেল, এমনও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে
যদিও করিনা কাপুর খান কিংবা সারা আলি খান এ বিষয়ে মুখে টু শব্দও করেননি
'কেদারনাথ' মুক্তি পাওয়ার পর 'কফি উইথ করণ'-এ হাজির হন সারা, আর সেখানে জানান, করিনার সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক, মা নয়, বন্ধুর মত করেই করিনা সব সময় খেয়াল রাখেন তাঁর
সারার 'সিম্বা' মুক্তির আগেই ছুটি কাটাতে লন্ডনে পাড়ি দেন সইফ, করিনা
ছুটি কাটিয়ে দেশে ফেরার পর করিনা 'তখত'-এর শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে
'সিম্বা'-র পর সারার হাতে ইমতিয়াজ আলির 'লভ আজ কাল'-এর সিক্যুয়েল রয়েছে বলে জানা যাচ্ছে, এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি