করোনায় আক্রান্ত তুরস্কের কিংবদন্তি গোলরক্ষক রুস্তু
মারুন ভাইরাস করোনায় এবার আক্রান্ত হলেন তুরস্কের প্রাক্তন গোলরক্ষক রুস্তু।
২০০২ বিশ্বকাপে ফুটবল বিশ্বের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তুরস্কের এই গোলকিপার। সেবার বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছিল তুরস্ক।
বিশ্বকাপের দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ২০০৩ সালে বার্সেলোনা রুস্তুকে দলে নেয়। ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান ৪৬ বছর বয়সী গোলরক্ষক।
করোনায় আক্রান্ত রুস্তু ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন।
রুস্তু মারণ ভাইরাসে আক্রান্ত, ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন তাঁর স্ত্রী ইসিল।