কেরলেই প্রথম ৪ আন্তর্জাতিক বিমানবন্দর, আজ চতুর্থটির উদ্বোধন করলেন পিনারাই বিজয়ন
কেরলের কন্নুরে নতুন একটি বিমানবন্দরের উদ্বোধন করলেন কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। ভারতের একমাত্র রাজ্যে কেরল যেখানে মোট ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর কাজ করতে শুরু করল।
২০০০ একর এলাকা জুড়ে ওই বিমানবন্দর তৈরি করতে খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা। রাজ্যের অন্য তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হল কোচি, কোঝিকোড় ও থিরুঅনন্তপুরম।
রবিবার কন্নুর বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান পাড়ি দেয় আবু ধাবির উদ্দেশ্যে।
একসঙ্গে ২০০০ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবে। বছরে এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবে ১৫ লাখ যাত্রী।
বর্তমানে কন্নুর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ হল ৩৫০০ মিটার। পরে এটি বাড়িয়ে ৪০০০ মিটার করা হবে।
কন্নুর থেকে সরাসরি পাওয়া যাবে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ওমানের বিমান।
বিদেশে থাকা কেরলের মানুষজন ও রাজ্যে বেড়াতে আসা পর্যটকরা এই বিমানবন্দর খুবই উপকার পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কেরলেন কুর্গ, কাসরগড়, অয়ানন্দ ও কর্ণাটকের মাইসোর পর্যটকসংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।