পাহাড়ি এলাকায় এবার আরও শক্তিশালী ভারত, বায়ুসেনায় এল ৪ চিনুক কপ্টার

Mon, 25 Mar 2019-10:31 am,

ভারতীয় বায়ুসেনায় যোগ দিল শক্তিশালী চিনুক হেলিকপ্টার।

সোমবার বায়ুসেনা প্রধান বি এস ধানোয়ার উপস্থিতিতে মোট ৪টি চিনুক কপ্টার বায়ুসেনায় যোগ দেয়।

পাহাড়ি এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়ার কাছে ব্যবহার করা হবে ওইসব কপ্টার।

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫টি চিনুক কেনার চুক্তি করা হয়। এরজন্য বরাদ্দ করা হয়ে ১৫০ কোটি ডলার।

ওই পনেরটির মধ্যে গত মাসে গুজরাটের মুন্দ্রা বন্দরে চলে আসে ৪টি চিনুক। এরপর সেগুলিকে নিয়ে যাওয়া হয় চণ্ডীগড়ে।

পাহাড়ি এলাকার লড়াইয়ের প্রধান সমস্যা হল সেখানে দ্রুত সেনা ও সমরাস্ত্র মোতায়েন করা। এক্ষেত্রে ভালো কাজ দেবে এই চিনুক। এটি ২৩,০০০ কিলোগ্রাম ওজন বয়ে নিয়ে যেত সক্ষম। উড়তে পারে ঘণ্টায় ৩০২ কিলোমিটার বেগে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link