Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: চারহত হল এক! অবশেষে একসঙ্গে থাকার অঙ্গীকার নাগা-শোভিতার...
প্রতীক্ষার অবসান। গত কয়েকদিন ধরেই চর্চায় তারকা জুটির বিয়ে। অবশেষে তেলেগু মতে বিয়ে সারলেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা।
বিয়ের ছবিতে দেখা গেল হবু বর বিয়ের মন্ত্রে মন দিয়েছেন। এবং বাবা নাগার্জুন পাশেই দাঁড়িয়ে হাসতে হাসতে গোটা বিষয়টা দেখছেন।
হায়দরাবাদে চার হাত এক হল। তাঁদের বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
তাবড় তারকারা নিমন্ত্রিত ছিলেন এই বিয়েতে। তারকাদের মধ্যে রয়েছেন চিরঞ্জীবী, নয়নতারা। এছাড়াও পিভি সিন্ধু থেকে রামচরন উপাসানা।
ছেলের বিয়ের ছবি এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন অভিনেতা নাগার্জুন। নবদম্পতিকে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এবার নবদম্পতি যেতে পারেন তিরুপতি মন্দিরে।