চিত্কার শুনতে পেয়ে গ্রামবাসীরা ছুটে এসেছিলেন, চার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে যে অবস্থায় দেখলেন...
এবছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছিল ওরা। আগেই ভেবে রেখেছিল পরীক্ষার ফলপ্রকাশের পরই শিবের মাথায় জল ঢালবে। প্ল্যান করে আজকের দিনেই শিবের মাথায় জল ঢালার দিন নির্ধারণ হয়, তবে তার আগে আবার দামোদরে ডুব দিয়ে স্নানেরও প্ল্যান ছিল। যেমন ভাবা তেমন কাজ! কিন্তু তা করতে গিয়েই বিপত্তি। দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক। কোনও ক্রমে প্রাণে বাঁচল আরও দুই।
দুর্গাপুরের গোপালমাঠের ছয় যুবক সোমবার সকালে অণ্ডালের দামোদরের কুটির ডাঙ্গার ঘাটে স্নান করতে নামে । আচমকাই তলিয়ে যায় ছয় জনই। কোনওক্রমে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হয় দুজন।
তলিয়ে যায় বাকি চার জন। তাদের চিত্কারেই স্থানীয়রা ছুটে আসেন । ঘটনাস্থলে যায় অণ্ডাল থানার পুলিসও।
প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে অণ্ডাল থানার পুলিস উদ্ধার শুরু করে। এখনও নিখোঁজ যুবকদের কোনও হদিস পাওয়া যায়নি। ঘাটের কাছে থেকে তাদের গামছা, চপ্পল ও জলের ঘটি পাওয়া গিয়েছে ।
সব্যসাচী মুখোপাধ্যায়, সৌরভ মন্ডল, শিবু দাস, রাহুল মাণ্ডি- এই চার যুবক এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছিল।