Iran Earthquake: আতঙ্ক! ভয়ংকর নড়ে উঠল টেকটোনিক প্লেট, ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু, হাহাকার...
গতকাল, মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫! ৪.৯।
ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পে শহরটির বেশিরভাগ জরাজীর্ণ বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
প্রসঙ্গত, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।