২০১৯ সালে হোয়াটসঅ্যাপে এই ৪টি দারুণ ফিচার আসতে চলেছে, দেখে নিন

Thu, 03 Jan 2019-8:42 pm,

জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে হোয়াটসঅ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ১০০ কোটির বেশি ডাউনলোড হয়েছে এই সামাজিক বার্তা বিনিময় অ্যাপ। ২০১৮ সালে গ্রুপ কলের মতো ২০১৯ সালেও একগুচ্ছ নতুন সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। 

এই ব্যবস্থায় পরপর পাঠানো ভয়েস মেসেজগুলি শুনতে পারবেন ব্যবহারকারীরা। 

 

দীর্ঘদিন ধরেই ডার্ক মোডের প্রত্যাশা করা হচ্ছিল। এতদিন বাদে এই ব্যবস্থাটি আসতে চলেছে অ্যাপে। রাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে চোখের উপরে বেশি চাপ পড়বে না। ডার্ক মোডের ইঙ্গিত দিয়েছে WABetaInfo। তারা টুইটারে জানিয়েছে, অবশেষে ডার্ক মোডের উপরে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এটা স্বপ্ন হতে চলেছে। 

‘Swipe to Reply’ ব্যবস্থা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। আইওএসে ইতিমধ্যেই এই ব্যবস্থাটি রয়েছে। এই ব্যবস্থায় কোনও বার্তা ডান দিকে টানলেই চলে আসবে রিপ্লাই কনটেক্সট। 

ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের উপরে কনট্যাক্টকে ক্রমানুসারে সাজিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link