রাজেরহাটের বিস্তীর্ণ এলাকায় যাঁরা কাজ করেন তাঁদের জন্যই নিউটাউনে চলছে বিনামূল্যে COVID test
অটোচালক থেকে কন্সট্রাকশন কর্মী। রাজারহাটের বিস্তীর্ণ এলাকায় রোজ কাজ করেন যাঁরা এবার তাঁদের সুবিধার্থেই নিউটাউনে তৈরি হল স্থায়ী কোভিড টেস্টিং সেন্টার।
এই এলাকাজুড়ে নির্মান কাজ করেন যাঁরা তাঁদের জন্য এবং পাশাপাশি বাজার-দোকান , টোটোচালক, বাড়ির পরিচারিকাদের জন্য বিনামূল্যে কোভিড টেস্টের ব্যবস্থা থাকছে এখানে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এখানে Antigen test করা হবে।
বিনামূল্যে টেস্টের এই ব্যবস্থা করা হয়েছে NKDA-র তরফে। জানানো হয়েছে, প্রবীনরা যেহেতু ঝুঁকিতে রয়েছেন সে ক্ষেত্রে বাড়ির পরিচারিকাদের করোনা পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, করোনা পরীক্ষা করাতে ছবিতে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে আসতে হবে।