Severe Cyclone: ফের জন্ম নিচ্ছে ভয়াবহ ঝড়! জারি রেড ওয়ার্নিং, আর ৪৮ ঘণ্টা পরেই...
এখন বহু প্রতীক্ষিত নর্থ-ইস্ট মনসুন ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার ঋতু।
ভারতীয় আবহাওয়া দফতর বলছে, এই অবস্থান আগামী দু-তিন দিনের মধ্যেই একটা ঝোড়ো আবহাওয়া তৈরি হতে পারে।
কেন? ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে, সাগরের বুকে 'ম্যাডেন-জুলিয়ান অসিলেশন' বা 'এমজেও'র প্রভাবে এই সাইক্লোজেনেসিস সিস্টেম তৈরি হবে।
এর জেরে বিঘ্নিত হবে উত্তর তামিল নাড়ু, পদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলভাগ।
মোটামুটি যা জানা যাচ্ছে, তা হল ১৬ অক্টোবর নাগাদ এটি সাইক্লোনে পরিণত হবে।
কবে নাগাদ ল্যান্ডফল? আর পরদিন, ১৭ অক্টোবর নাগাদ এটি আছড়ে পড়তে পারে। এজন্য কোথাও রেড ওয়ার্নি, কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। 'রেড ওয়ার্নি' মানে এখনই অ্যাকশন নিতে হবে। অরেঞ্জ অ্যালার্ট মানে-- এখনই অ্যাকশন নিতে হবে না, তবে 'বি প্রিপেয়ার্ড'!