Friday Tips: প্রতি শুক্রবারই মনে করে এই কয়েকটি কাজ করুন! মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে শুয়ে থাকবেন...

Soumitra Sen Fri, 12 Jul 2024-9:14 pm,

সবচেয়ে বড় কথা, এদিন মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। যদিও দিনটি শুক্রবার, তবুও বৃহস্পতিবারের মতোই ধনদেবীর পুজো করা জরুরি। 

শুধু পুজো নয়, লক্ষ্মী-মন্ত্রও জপুন। মা লক্ষ্মী খুশি হন এতে। সংশ্লিষ্ট পুরোহিতের থেকে জেনে নিন, এই মন্ত্র। 

এ ছাড়া মা লক্ষ্মী বেশ কিছু কারণে সংসারে অচলা থাকেন। সেগুলি মেনে চললেই তাঁর অশেষ কৃপা মেলে।

যেমন, খাবার অপচয় না করা। মনে করা হয়, খাদ্যও মা লক্ষ্মীরই রূপ। তাঁর কৃপাতেই খাদ্যশস্য জন্মায়।

বাড়িতে কোনও অশান্তি করবেন না। যেসব বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেবাড়িতে মা লক্ষ্মী থাকেন না।

এদিনে উপবাস করুন। উপবাস করলে মায়ের বিশেষ কৃপা পাওয়া যায়। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link