নিজে হাতে সব জোগাড় করে, রেহমতকে ছাড়া সরস্বতী পুজো ভাবতেই পারে না বন্ধুরা
কমলিকা সেনগুপ্ত : প্রতি বছর এই সময় আসলে রেহমতের ব্যস্ততা হয় চোখে পড়ার মতো। রাত জেগে আলপনা দেওয়া থেকে, পুজোর যোগান করা, সবেতেই রেহমতকে ছাড়া চোখে অন্ধকার দেখে বন্ধুরা।
বঙ্গবাসী কলেজে স্বরস্বতী পুজোর অন্যতম কান্ডারি রেহমত পারভিন। ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রী সে।
আজও সকাল ৮টার মধ্যে পুজোর যোগান করতে কলেজে চলে আসে রেহমত। মেতে ওঠে বন্ধুদের নিয়ে পুজোর কাজে।
রেহমতের বন্ধুদের কথায়,"ও ছাড়া পুজো জাস্ট ভাবা যায় না।" কাজে ব্যস্ত রেহমত ঠাকুরকে মালা পরাতে পরাতে বলে, সরস্বতীর কাছে সে সিএএ যাতে না হয়, সেই প্রার্থনা করবে সে।
রেহমত বলে তাঁর একটাই প্রার্থনা, "আমরা সবাই একসঙ্গে আছি, তাই যেন থাকি।"