দায়িত্বশীল মা থেকে লাস্যময়ী নায়িকা, Subhashree-র নানা অবতারে মুগ্ধ নেটদুনিয়া

Mon, 30 Aug 2021-12:25 pm,

নিজস্ব প্রতিবেদন: টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাঝখানে বেশ কয়েকদিন তিনি ব্রেক নিয়েছিলেন সিনেমা থেকে। মা হওয়ার পর সম্প্রতি তিনি কামব্যাক করেছেন সিনেদুনিয়ায়। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় একদিকে তিনি যেমন 'কুল মম' অন্যদিকে তিনি ফিরছেন তাঁর পুরনো মোহময়ী অবতারে। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

শ্যুটিং শুরু করলেও ছেলের সমস্ত দায়িত্ব নিজেই পালন করেন অভিনেত্রী। ছেলে ইউভানের নানা কার্যকলাপ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নেটিজেনরা তাঁকে 'কুল মম' তকমা দিয়েছে। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে বাড়ির কোনও খেয়ালই রাখতে পারেন না তিনি। স্ত্রী শুভশ্রীই বাড়ির সমস্ত দেখভাল করেন। ঘরের খুঁটিনাটি সবই তাঁর নখ দর্পনে। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

শুভশ্রী সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায় যে পর্দার বাইরে সে একজন আদ্যপান্ত পারিবারিক মানুষ। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অভিনেত্রী। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

মা হওয়ার পর ছোটপর্দায় প্রথম দেখা যায় তাঁকে। ডান্স বাংলা ডান্সের এই সিজনের অন্যতম বিচারক তিনি। এই মঞ্চে শুভশ্রীর একের পর এক গ্ল্যাম লুকে মুগ্ধ তাঁর ফ্যানেরা। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

শুধু ছোটপর্দাই নয়, খুব তাড়তাড়ি বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। বাবা যাদবের আগামী ছবিতে তাঁকে দেখা যাবে, সঙ্গে রয়েছেন অঙ্কুশ। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link