Blood Group of Top Leaders of Country: রক্ত দিয়ে চেনা! বিরল গোত্রে গান্ধীরা, মোদী-শাহে অবাক হবেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিটা মানুষের আলাদা আলাদা রক্তের গ্রুপ (Blood Group) হয়। সাধারণত চার ধরনের রক্তের গ্রুপ হয়- A+, B+, AB+ ও O+। এদেরই আবার নেগেটিভ গ্রুপও রয়েছে। তাছাড়া ৪২ ধরনের দুর্লভ রক্তের গ্রুপ এখনও পর্যন্ত ধরা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) রক্তের গ্রুপ কী? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ (UP CM Yogi Adityanath), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কারই বা রক্তের গ্রুপ কী? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
কংগ্রেস সভানেত্রীর ব্লাড গ্রুপ B-।
সোনিয়া গান্ধীর মেয়ে তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার রক্তের গ্রুপ O-।
মা ও বোনের মতো রাহুল গান্ধীরও রক্তের গ্রুপ B-।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ব্লাড গ্রুপ A+
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা গোরক্ষপুর মঠের মহারাজের রক্তের গ্রুপ AB+।
সমাজবাদী পার্টির 'নেতাজি' তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের রক্তের গ্রুপ B+। তাঁর ছেলে তথা পার্টি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের ব্লাড গ্রুপও B+।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রক্তের গ্রুপ A+।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রক্তের গ্রুপ A+।
বহুজন সমাজ পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর (Mayabati) ব্লাড গ্রুপ B+।