Virat Kohli থেকে Kane Williamson, দুর্দান্ত অধিনায়ক হয়েও যাঁদের ঝুলিতে নেই ICC ট্রফি!

Subhapam Saha Mon, 17 May 2021-9:39 pm,

তাঁরা প্রত্যেকেই দুর্দান্ত অধিনায়ক, ব্যাটসম্যান হিসাবেও অসামান্য। কিন্তু ক্যাপ্টেন হিসাবে জেতেননি আইসিসি-র ট্রফি। তাঁদের মধ্যে তিনজন প্রাক্তন ক্যাপ্টেন, আর দু'জন বর্তমান। আলোচনায় বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, মাহেলা জয়বর্ধনে, গ্রেম স্মিথ ও মহম্মদ আজহারউদ্দিন

 

১) বিরাট কোহলি (Virat Kohli)

দেশের সবর্কালের সফলতম টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। আজ পর্যন্ত কোনও আইসিসি-র ট্রফিতে ক্যাপ্টেন হিসাবে হাত ছোঁয়াতে পারেননি। তাঁর ক্যাপ্টেনসিতে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারে। এরপর ২০১৯ বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয় কোহলি অ্যান্ড কোংকে। কোহলি আজ সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যেই একজন। তিনি নিজেই আজ কিংবদন্তি। কিন্তু ক্যাপ্টেন হিসাবে আইসিসি-র ট্রফি বলেই নয়, তিনি বেঙ্গালুরুকে আইপিএলও জেতাতে পারেননি।

২) কেন উইলিয়ামসন (Kane Williamson) 

কোহলির মতোই কেন উইলিয়ামসনও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১৯ সালে নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েও তীরে এসে তরী ডোবে। ইংল্যান্ডের কাছে রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কা হেরে যায়। সেই ২০১২ সাল থেকে ব্ল্যাক ক্যাপসের ক্যাপ্টেন কেন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ৭৭টি একদিনের ম্যাচে ৪১টি জিতেছে। ৩৫ টেস্ট ম্যাচে ২১টি জয় আছে তাঁর। টেস্ট ফর্ম্যাটে কোহলি-কেনের জয়ের শতকরা হার একই, ৬০ শতাংশ।

৩) মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গার (Arjuna Ranatunga) জুতোয় পা গলান মাহেলা জয়বর্ধনে। টেস্ট ও একদিনের ম্যাচে দ্বীপরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি বার ক্যাপ্টেনসি করেছেন জয়বর্ধনে। ক্যাপ্টেন হিসাবে জয়বর্ধনে ১২৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে দেশকে ৬৮ ম্যাচে জেতান। ৩৮টি টেস্ট ম্যাচে তাঁর নেতৃত্বে আসে ১৮টি জয়। ২০০৬ সালে বর্ষসেরা অধিনায়ক হন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। শ্রীলঙ্কাকে ২০০৭ সালের বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান তিনি। 

৪) গ্রেম স্মিথ (Graeme Smith)

২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত টানা ১১ বছর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন গ্রেম স্মিথ। ২৮৬ ম্যাচে রামধনু দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেন নিজের দেশের হয়ে। ১৪৯টি ওয়ানডে ও ১০৮টি টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া স্মিথ সফলতম টেস্ট ক্যাপ্টেন। ১০৯ ম্যাচের মধ্যে ৫৩ ম্যাচেই তাঁর টিম জিতেছে। একাধিক ক্যাপ্টেনসির রেকর্ড থাকলেও কখনও বড় আইসিসি-র ট্রফি জেতেননি।

৫) মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) 

ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনবার দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। নিজামের শহরের দুর্দান্ত স্টাইলিশ ব্যাটসম্যান অধিনায়ক হিসাবে খেলেছেন ৪৭টি (১৪টি টেস্টে ভারত জিতেছে) টেস্ট ও ১৭৪টি (৯০ ম্যাচে ভারত জিতেছে) ওয়ানডে  ম্যাচ। সব ফর্ম্যাটে মিলিয়ে দেশকে ২২১টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন তিনি। এমএস ধোনির (MS Dhoni) আগে আজহারেরই ছিল জেতার শতকরা হার সবচেয়ে বেশি, ৪৭.০৫ শতাংশ। আজাহারের ক্যাপ্টেনসিতে ভারত ৯৬ বিশ্বকাপের শেষ চারে খেলেছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link