Fuel Price Hike: উৎসবের মরসুমে ফের পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি, নাজেহাল সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদন: দু'দিন পর ফের বাড়ল জ্বালানীর দাম। বৃহস্পতিবার ফের পেট্রল (Petrol), ডিজেলের (Diesel) দাম বৃদ্ধি। উৎসবের মরসুমে প্রায় প্রতিদিনই জ্বালানীর দামবৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠাচ্ছে।
রাজধানী দিল্লিতে ৩৫ পয়সা করে বাড়ল পেট্রল এবং ডিজেলের দাম। সেখানে পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৭৯ টাকা এবং ডিজেলের দাম ৯৩.৫৩ টাকা।
বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রলের দাম বাড়ল ৩৪ পয়সা এবং ডিজেলের দামবৃদ্ধি ৩৭ পয়সা। সেখানে পেট্রল ১১০.৭৫ টাকা এবং ডিজেল ১০১.৪০ টাকা।
চেন্নাইতে পেট্রল ১০২.১০ টাকা এবং ডিজেল ৯৭.৯৩ টাকা।
কলকাতায় পেট্রল ১০৫.৪৪ টাকা/লিটার এবং ডিজেল ৯৬.৬৩ টাকা/লিটার।