Fuel Price Hike: উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা! মুম্বইয়ে একশো ছাড়াল ডিজেল, কলকাতায় কত?
নিজস্ব প্রতিবেদন: নবরাত্রি, দুর্গাপুজো। এরপর কালীপুজো, দীপাবলি। বছর শেষে ক্রিসমাস। উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা। নাজেহাল মধ্যবিত্ত।
এই নিয়ে পরপর পাঁচদিন বাড়ল পেট্রল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম। শনিবার কলকাতা ২৯ পয়সা বাড়ল পেট্রলের দাম। ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম।
শনিবার দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩.৮৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.৪৭ টাকা/লিটার
মুম্বইতে ২৯ পয়সা বেড়ে পেট্রলের দাম ১০৯.৮৩/লিটার। বাণিজ্য নগরীতে ৩৭ পয়সা বেড়ে ১০০ টাকা ছাড়াল ডিজেলের দাম। সেখানে ডিজেল লিটার প্রতি ১০০.২৯ টাকা।
চেন্নাইতে ২৬ পয়সা বেড়ে পেট্রলের দাম ১০১.২৭ টাকা এবং ৩৩ পয়সা বেড়ে ডিজেল দাম ৯৬.৯৩/লিটার
শনিবার কলকাতায় পেট্রলের দাম ১০৪ টাকা ৫২ পয়সা। শুক্রবার যা ছিল ১০৪ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ৫৮ পয়সা । গতকাল ছিল ৯৫ টাকা ২৩ পয়সা।