আজ সম্পূর্ণ লকডাউন! কেমন মানছে কলকাতা? সকালে ২ ঘণ্টাতেই দায়ের ২৪টা কেস!
করোনা মোকাবিলায় চলছে কৌশলগত লকডাউন। চলতি সপ্তাহের বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্পূর্ণ লকডাউন অর্থাত্ জরুরি পরিষেবা ব্যতিত কেউ যেন রাস্তায় না বেরোন! ছুটি দিয়ে দেওয়া হয়েছে সব কিছুই। তবুও মানুষ কি লকডাউন মানছেন? দেখুন সকালের ছবি
সরকারি তো বটেই, ছুটি দিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ বেসরকারি অফিসও। তবুও কেন ব্যাগ কাঁধে রাস্তায় বেরিয়েছেন? উত্তর দিতে পারেননি অনেকেই। লকডাউন মেনে চলা তো এই পরিস্থিতি সামলে ওঠার জন্যই- পরামর্শ পুলিসের।
কেউ আবার মুখে মাস্ক লাগিয়ে সাইকেল নিয়ে কিংবা বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন সাতসকালে।
অনেকেই দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগেরে, তাঁদের হয়তো কাজের তাগিদে বেরোতে হয়েছে। কিন্তু কেতাদুরস্ত গাড়ি নিয়ে সাতসকালে কোথায় চলছেন? পুলিসকে সদুত্তর দিতে পারেননি গাড়ির মালিকও। সেই দৃশ্যও ধরা পড়ল ক্যামেরায়।
বৃহস্পতিবারের লকডাউন কিন্তু আর পাঁচটা সাধারণ ছুটির দিন নয়! একথা বারবারই প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে। তবুও ধরা পড়েছে এই ছবি।
পুলিস সূত্রে খবর, সকাল ৬টা থেকে সকাল ৮টা- এই দু’ঘণ্টায় ২৪টা কেস দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতে কেস দায়ের হয়েছে ।