Future Of Shubman Gill: `খুবই ওভাররেটেড`, শুভমনের রাস্তায় পড়ল বোল্ডার! আগরকরকে ৩ বিকল্প তারকার সুপারিশ...
১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে টিম। ভারতের চরম ব্যাটিং ভরাডুবি নিয়ে এখনও চর্চা চলছে...
দেখতে গেলে যশস্বী জয়সওয়াল ছাড়া অস্ট্রেলিয়ায় কেউই ছাপ রাখতে পারেননি। নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ, কেএল রাহুল একাধিকবার আশা জাগিয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মাও তথৈবচ। শুভমন গিলও কিসসু করতে পারেননি।
শুভমন অস্ট্রেলিয়ায় গিয়ে একেবারেই ছাপ রাখতে পারেননি। ৫ ইনিংসে শুভমনের রান যথাক্রমে ৩১, ২৮, ১, ২০, ১৩ ও ৫! তবে শুভমন দীর্ঘ সময় ধরে ভারতীয় ম্যানেজমেন্টের আস্থাভাজন হয়েও গড়পড়তার নীচেই রয়েছেন। ভারতীয় ক্রিকেটের আগামীর তারকা হিসেবেই তাঁকে দেখা হচ্ছিল, তবে শুভমনকে আর রেয়াত করলেন না ৮৩-র বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সাফ জানিয়ে দিলেন যে, শুভমনকে অনেক সময় দেওয়া হয়েছে, এবার বাকিদের দেখার সময় এসেছে।
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্য়ানেলে বলেন,' 'আমি সবসময়ে বলেছি শুভমন গিল খুবই ওভাররেটেড ক্রিকেটার। কেউ আমার কথায় কর্ণপাত পর্যন্ত করেনি। যখন শুভমনকে এত সময়ে দেওয়া হল, তাহলে মানুষ এটা ভেবে অবাক হতে পারেন যে, কেন সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে টেস্টে লম্বা সময় দেওয়া হল না!'
শ্রীকান্ত এই প্রসঙ্গে বলেন, 'সূর্যকুমার টেস্টে খুব একটা ভালো শুরু করতে পারেনি। তবে ওর সেই কৌশল এবং সামর্থ্য আছে। কিন্তু নির্বাচক এবং ম্যানেজমেন্ট সূর্যকুমারকে একজন সাদা বলের বিশেষজ্ঞ হিসেবেই বাক্সবন্দি করে রেখেছে। আপনাকে নতুন প্রতিভার সন্ধান করতে হবে। উদাহরণ দিয়ে বলা যায় রুতুরাজ গায়কোয়াড় তো প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ খেলছে। সাই সুদর্শনের মতোও ক্রিকেটার রয়েছে, যারা এ দলের হয়ে আলো জ্বেলেছে। শুভমনের পিছনে না ঘুরে এরকম প্রতিভাদের তুলে ধরতে হবে।'