রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার কথাই তুললেন না ট্রাম্প, জি ২০ বৈঠকে আলোচনা ৪ ইস্যুতে
ওসাকায় জি ২০ শীর্ষ বৈঠকে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা হল ট্রাম্পের। এর মধ্যে ছিল ইরান ইস্যু, ৫জি, প্রতিরক্ষা সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক।
ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে ভারতের আলোচনা যথেষ্টই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ ইরান থেকে তেল কেনার ব্যাপারে মার্কিন আপত্তি রয়েছে। পাশাপাশি সেখানে সুস্থিতি রাখার বিষয়টিও গুরুত্ব পায় ওই বৈঠকে।
প্রতিরক্ষা সচিব বিজয় গোখলে বলেন, রাশিয়ার সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে কোনও কথা হয়নি। ইরান নিয়ে প্রধান আলোচনার বিষয় হল কীভাবে সেখানে সুস্থিতি বজায় রাখা যায়। কারণ উপসাগরীয় অঞ্চলে ৮০ লাখ ভারতীয় রয়েছেন।
ইরান ছাড়াও কথা হয়েছে ৫জি পরিষেবা, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহায়তার বিষয়ে।
বিদেশ সচিব আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। তবে কোনও বাণিজ্যচুক্তি হয়নি। ৫জি পরিষেবা নিয়েও কথা হয়েছে। ট্রাম্পের অভিমত, এনিয়ে দুদেশকে একসঙ্গে বসে কাজ করতে হবে।