‘পানিপুরির’ গণেশ ভাইরাল সোশ্যালে
গণেশ চতুর্থী শেষ হয়ে গেলও সেই রেশ এখনও কাটেনি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ‘পানিপুরি গণেশ’। মুম্বইয়ের মালাদ ওয়েস্টে গণেশ প্রতিমা বানানো হয়েছে কয়েক হাজার ফুচকা দিয়ে।
মহারাষ্ট্রের পুনেতেও ফুচকা দিয়ে তৈরি হয়েছে গণেশ। এখানে এক হাজার ফুচকা এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা।
শিল্পী প্রশান্ত সালুঙ্খে জানিয়েছেন, ১০০০ ফুচকা ব্যবহার হয়েছে এই প্রতিমা তৈরি করতে। তৈরি করতে সময় লেগেছে একশো ঘণ্টার কাছাকাছি।
শিল্পীর দাবি এই গণেশ প্রতিমা তৈরি জন্য পরিবেশবান্ধব সামগ্রীই ব্যবহার করা হয়েছে।
দশ দিনব্যাপী মুম্বই, পুনে-সহ গোটা মহারাষ্ট্রে জাঁকজমকভাবে আরাধনা হয় সিদ্ধিদাতার। প্রতি বারের মতো এবারেরও কোথাও ৮০ ফুট তো, কোথাও দরবেশের, বিভিন্ন স্বাদের এবং ধরনের গণেশ দেখা গিয়েছে মহারাষ্ট্র জুড়ে।
গণেশ আরাধনায় বেশ কয়েকদিন ধরেই মজেছে বাণিজ্য নগরী। তবে, মুম্বইয়ের পাশাপাশি পিছিয়ে ছিল না কলকাতাও। এ বারে আর বেশি রমরমা দেখা গিয়েছে গণেশ আরাধনায়।