করোনাকে রুখতে Gangasagar-এ এবার অভিনব e-স্নান, দেখুন ছবিতে
নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণ রুখতে এবার অভিনব পদ্ধতিতে পুণ্যস্নানের উদ্যোগ নিয়েছে গঙ্গাসাগর মেলা কমিটি।
সাগরের জলে ডুব নয়। সংক্রমণ ঠেকাতে এবার e-দর্শন আর e-স্নানে ব্যাপক জোর দিয়েছে মেলা কমিটি।
কী রকম? নির্দিষ্ট দূরত্বে মার্কিং করা গোলের মধ্যে সার দিয়ে দাঁড়িয়ে আছেন পুণ্যার্থীরা। আর ড্রোনের মাধ্যমে সাগরের জল ছিটিয়ে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের মাথায়।
সাগর তটেই তৈরি করা হয়েছে কৃত্রিম জলপ্রপাত। চাইলে সাগরের সেই জলধারাতেও পুণ্যস্নান সেরে নিতে পারেন তীর্থযাত্রীরা।
এছাড়াও তৈরি আছে হাজার হাজার জলের ঘট। সার দিয়ে সেই ঘটও রাখা রয়েছে। পুণ্যার্থীরা ইচ্ছে করলে সেই ঘট ও নিতে পারেন।