Gangasagar Mela 2025: মকরসংক্রান্তি কবে ১৪, না, ১৫ জানুয়ারি? জেনে নিন পুণ্যস্নানের তিথি-নক্ষত্র...

Soumitra Sen Tue, 07 Jan 2025-8:39 pm,

প্রতিবছরের মতন চলতি বছরও পালিত হবে গঙ্গাসাগর উৎসব। জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা।

তবে মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে। 

পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। 

দক্ষিণ ২৪ পরগনা জেলার কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে গঙ্গাসাগর মেলা শুরু হয়। এই কপিলমুনি আশ্রমও খুব ঐতিহ্যবাহী এক জায়গা। বিশেষ করে কপিলমুনির আশ্রম ও তাঁর সঙ্গে যুক্ত পৌরাণিক তাৎপর্যই গঙ্গাসাগরকে এত বিশিষ্ট করেছে, যেখানে প্রাণ ফিরে পেয়েছিলেন সগর রাজার ষাটহাজার সন্তান!

তবে মকরের স্নান করতে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম নিকটস্থ সমুদ্রে যে যেতেই হবে, এমন নয়। এদিন পুণ্যসময় দেখে আপনি যে কোনও নদীতে স্নান সেরে নিতে পারেন। এই সময়ে কুম্ভ মেলাও পড়েছে। স্নান সেরে এবার অশেষ পুণ্য লাভ করতে পারেন।

গঙ্গাসাগর হোক বা কুম্ভ-- স্নানের একটা নিয়ম আছে। গঙ্গাসাগরে স্নান করলে ৩ বার ডুব দেওয়ার কথা বলা হয়, আর কুম্ভে স্নান করলে পাঁচবার ডুব দিতে হবে। বলা হয়, পাঁচবারের কম ডুব দিলে কুম্ভে স্নান কখনোই সম্পূর্ণ হয় না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link