গরিবদের সাহায্য করতেই নাকি অপরাধজগতে! দেখুন বিকাশ দুবের `রঙিন` জীবনের কিছু মুহূর্ত

Fri, 10 Jul 2020-5:15 pm,

অনেক ছোটো বয়স থেকেই অপরাধ জগতে হাতেখড়ি বিকাশ দুবের। একটি হিন্দি দৈনিকে প্রচারিত খবর অনুযায়ী, তিনি নাকি কলেজই বন্দুক নিয়ে যেত। 

ধীরে ধীরে পাকাপোক্ত অপরাধী হয়ে ওঠে সে।  খুন, ডাকাতি, অপহরণ, জমি দখলের মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।১৯৯০ সালে প্রথম অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে।

 

একটি সাক্ষাৎকারে বিকাশ দাবি করেন, গরীবদের সাহায্য করতেই এই সমস্ত কাজ করতেন তিনি। গরীবদের জন্য তার দরজা সবসময় খোলা।

বিকাশ দুবের সমস্ত অপরাধ সম্পর্কেই জানতেন তার স্ত্রী রিচা দুবে। এক সময়ে রাজনৈতিক বিভিন্ন কর্তাব্যক্তির কাছের লোক হয়ে ওঠে সে। ফলে অনেক ক্ষেত্রে অপরাধ করে খুব সহজেই আইনের হাত থেকে বেঁচে যেতে শুরু করে বিকাশ দুবে।

২০০১ সালে উত্তরপ্রদেশের এক বিজেপিনেতাকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেসময় পুলিস তাকে ধরতে পারেনি। ঘটনার চার মাস পর আত্মসমর্পণ করে সে, কিন্তু তখনও কোনও পুলিসকর্মী তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়নি। আদালতে তাকে প্রমাণের অভাবে ছেড়ে দেয়।

 

২০২০ সালে, ফের কানপুরে ৮ পুলিস কর্মী ঝাঁঝরা হয়ে যান বিকাশ দুবের গুলিতে। এবারের গ্রেফতারি নিয়ে অনেক নাটকীয়তা রয়েছে। তবে বিকাশ দুবের 'খেল খতম'এর পরতে পরতেও রয়েছে রহস্য।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link