টাইব্রেকারে ইংল্যান্ডের স্পটকিক নেবেন যে পাঁচজন
মঙ্গলবার বিশ্বকাপে নকআউট পর্ব শুরু করছে ইংল্যান্ড। ম্যাচ টাইব্রেকারে গড়ালে কোন পাঁচ ফুটবলার ইংল্যান্ডের হয়ে স্পটকিক নেবেন ঠিক করে ফেলেছেন কোচ গ্যারেথ সাউথগেট।
১. হ্যারি কেন : টাইব্রেকারে প্রথম স্পটকিক নেবেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ইতিমধ্যেই গ্রুপ পর্বে পেনাল্টি থেকে ২টি গোল করেছেন কেন।
২. কাইরন ট্রিপিয়ার : সাউথগেটের দ্বিতীয় পেনাল্টি টেকার হলেন কাইরন ট্রিপিয়ার। ইংল্যান্ডের বেশিরভাগ সেটপিস নেন এই কাইরন।
৩. জর্ডন হেন্ডারসন : ২৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডন নেবেন তিন নম্বর স্পটকিক।
৪. জেমি ভার্ডি : ইংল্যান্ডের চার নম্বর পেনাল্টি মারবেন স্ট্রাইকার জেমি ভার্ডি।
৫. ডেলে আলি : পঞ্চম তথা শেষ পেনাল্টি নেবেন ২২ বছর বয়সী ডেলে আলি।