মিতালিদের হেডস্যর হওয়ার আবেদন করলেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন কোচ
মিতালি রাজ, হরমনপ্রিত কউরদের কোচ হওয়ার জন্য আবেদনের পাহাড় জমছে। মনোজ প্রভাকর, হার্সেল গিবস, ডাভ হোয়টমোররা আগেই আবেদন করেছেন ভারতীয় মহিলা দলের হেডস্যর হওয়ার জন্য।
এবার মিতালিদের কোচ হওয়ার জন্য টুপি ছুঁড়ে দিলেন গ্যারি কার্স্টেন।
২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন কার্স্টেন। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা এখনও ক্রিকেট সার্কিট মুখে মুখে ঘোর।
তবে কার্স্টেনের নির্বাচনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। কারণ ২০১৮ আইপিএলে তিনি বেঙ্গালুরুর কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। সেক্ষেত্রে তিনি ভারতীয় মহিলা দলের কোচ হিসাবে দায়িত্ব পেলে তাঁকে মিতালিরা পাবেন মাত্র এক বছর। এর পরই তিনি চল যাবেন আইপিএলের দায়িত্ব সামলাতে।
ভারতীয় ও দক্ষিণ আফ্রিকার দলের কোচিং ছাড়াও বেশ কিছু ফ্রাঞ্চাইজি দলের দায়িত্ব সামলেছেন কার্স্টেন। তার মধ্যে দিল্লি, মুম্বই ছাড়া রয়েছে হোবার্ট হ্যারিকেন।
রমেশ পাওয়ারের জায়গায় এবার মিতালি রাজদের হেডস্যর হওয়ার জন্য আবেদন করে খেলা জমিয়ে দিলন গ্যারি কার্স্টেন।