বিপদের দিনের বিরাট অনুদান! করোনা ত্রাণে দু`বছরের বেতন দিলেন গৌতম গম্ভীর
করোনাভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব এই মুহূর্তে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলায় দেশজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়াবিদরা।
সে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক কিংবা নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের তৈরি করা ত্রাণ তহবিল- সাহায্যের হাত বাড়িয়ে বিপদের দিনে এগিয়ে আসছেন সকলেই ।
বিজেপি সাংসদ তথা দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর টুইটে লেখেন, মানুষ তো জিজ্ঞেস করে দেশ তাদের জন্য কী করতে পারে? আসলে প্রশ্নটা হল , তুমি তোমার দেশের জন্য কী করতে পারো?
এরপরেই PMCares Fund-এ দু বছরের বেতন দান করলেন গৌতম গম্ভীর।
এর আগে পূর্ব দিল্লি কেন্দ্রের সাংসদ গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করেন দিল্লির সরকারি হাসপাতালগুলিতে চিকিত্সা সরঞ্জাম কেনার জন্য।