EXPLAINED | Gautam Gambhir: পূর্বসূরিদের থেকেও অনেক বেশি `ক্ষমতা`, তবে অগ্নিপরীক্ষায় অকৃতকার্য হলেই গম্ভীরকে...

Mon, 04 Nov 2024-3:50 pm,

এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার!

ভারতের চরম বিপর্যয়ের পয়ে অধিনায়ক রোহিত শর্মাকে যেমন আসামীর কাঠগড়ায় তোলা হচ্ছে, ঠিক তেমনই পোস্টমর্টেম হচ্ছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরেরও! কারণ হারের দায়ভার কোচের উপরও ভীষণ ভাবেই বর্তায়।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেই গম্ভীরের ভবিষ্য়ত্‍ লিখে ফেলল বিসিসিআই। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিই হতে চলেছে দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনারের কাছে অগ্নিপরীক্ষা। অকৃতকার্য হলেই গম্ভীরকে আর রেয়াত করা হবে না। রোহিতদের মাথায় বসানো হবে তখন অন্য় একজনকে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। 

জাতীয় দলে কোচ হিসেবে এখনও পর্যন্ত গম্ভীরের ট্র্য়াকরেকর্ড অত্য়ন্ত খারাপ! একের পর এক লজ্জায় নাম জুড়ছে ভারতের। শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজ হেরে এসেছেন রোহিতরা। তারপর আবার কিউয়িদের বিরুদ্ধে ঐতিহাসিক হার! 

বিসিসিআইয়ের নিয়মে দল নির্বাচনের ক্ষেত্রে হেড কোচের কোনও বক্তব্য থাকে না! যে ব্য়াপারে অতীতে রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ও প্রশ্ন তুলেছেন! তবে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে গম্ভীর ছিলেন দল নির্বাচনের বৈঠকে। তাঁকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল। যা ব্য়তিক্রম!

 

বিসিসিআই-এর এক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই রিপোর্ট পেশ করেছে। সেখানে লেখা হয়েছে, 'গৌতম গম্ভীরের পূর্বসূরি রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড় যা পাননি, তা গম্ভীর পাচ্ছেন! নির্বাচন কমিটির বৈঠকে তিনি ছিলেন। বিসিসিআই-এর রুলবুকে কিন্তু কোচদের দল নির্বাচনে থাকার অনুমতি নেই। একটা ব্য়তিক্রমী ঘটনা ঘটেছে! যদিও অস্ট্রেলিয়া সফরের গুরুত্ব ভেবেই তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছিল।' অস্ট্রেলিয়াকে ভারত যদি ৪-০ বা ৫-০ হারিয়ে, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে তাহলে গম্ভীরের এ যাত্রায় বেঁচে যাবেন। তবে তেমনটা না হলে কিন্তু গম্ভীরের সঙ্গে বিসিসিআই গোল্ডেন হ্য়ান্ডশেক সেরে ফেলবে। এই কথা দিনের আলোর মতোই স্পষ্ট!

 

রোহিত শর্মা জাতীয় দলের টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর, সূর্যকুমার যাদবকে সেই দায়িত্ব দেওয়া হয়। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। জানা যাচ্ছে এখানেও কলকাঠি নেড়েছেন জিজি-ই! এখানেই শেষ নয়, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে নীতীশ রেড্ডি ও হর্ষিত রানাকেও ঢুকিয়েছেন গম্ভীরই! এই দুই ক্রিকেটারের দলে নাম দেখে অনেকেই চমকেছেন!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link