ক্রিকেট ছেড়েই কেন রাজনীতিতে! বিজেপিতে যোগ দিয়ে কারণ জানালেন গৌতম গম্ভীর

Suman Majumder Fri, 22 Mar 2019-1:47 pm,

বাইশ গজে তিনি বহুযুদ্ধের সাক্ষী। কিন্তু রাজনীতির আঙিনায় এই প্রথম। জানেন, বাইশ গজ আর রাজনীতির লড়াইয়ে আকাশ-পাতাল ফারাক। বিজেপিতে যোগ দিয়েই গৌতম গম্ভীরের মুখে বাস্তববাদী কথা। 

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগেই। তার পর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। বাইশ গজকে বিদায় জানিয়েই কেন রাজনীতিতে আসার তোরজোড়! উত্তর দিয়ে গেলেন গম্ভীর। 

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাবশালী নেতৃত্ব আমার অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগ দেওয়ার কথা ভেবেছি। অরুণ জেটলি স্যর, রবিশংকর স্যরকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সব সময়ই দেশের সেবা করতে চেয়েছি। আশা করছি, দেশের জন্য কাজে নিজেকে উত্সর্গ করতে পারব। 

গম্ভীর এর আগেও ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন। যদিও সেবার ফল অরুণ জেটলির পক্ষে সুখকর হয়নি। কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে হেরেছিলেন জেটলি। তবে সেবার থেকেই গম্ভীরের বিজেপিতে যোগদানের সম্ভাবনা চলছে। গম্ভীরের ঘনিষ্ঠমহলের দাবি, ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে চালাতে চাননি গৌতি। তাই ক্রিকেট থেকে অবসরের পরই রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। 

এখনও পর্যন্ত যা খবর, নয়া দিল্লি থেকেই তিনি প্রার্থী হতে পারেন। প্রসঙ্গত, নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ মীনাক্ষী লেখি। গম্ভীরের বাড়ি দিল্লিতে। ফলে স্থানীয় মানুষ হিসাবে জনগণের বিশ্বাস অর্জনে গম্ভীরের অ্যাডভান্টেজ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link