Amit Shah and Aditya Madiraju: হিন্দু মতে বিয়ের পর এবার সন্তানের জন্ম দিতে চলেছেন সমপ্রেমী দম্পতি! ভাইরাল সেই ছবি
আজ থেকে চার বছর আগে সমাজে চোখ রাঙানিকে ভয় না পেয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই সমপ্রেমী দম্পতি। অমিত শাহ এবং আদিত্য মাদিরাজু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে সেরেছিলেন। ফের শিরোনামে তাদের সন্তানের জন্য।
দত্তক নয়, সন্তানের ‘বায়োলজিক্যাল পেরেন্ট’ হতে চলেছেন অমিত-আদিত্য। তাঁদের পেটারনিটি ফোটোশ্যুট মন জয় করেছে নেটিজেনদের।
অমিত ও আদিত্য জানিয়েছেন, বিয়ের পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো ডিম্বানু দাতার খোঁজ শুরু করেছিলেন। তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর কাঙ্খিত সুখবর পান আদিত্য ও অমিত।
সব ঠিক থাকলে আগামী মে মাসেই দম্পতির কোল আলো করে আসতে চলেছে তাঁদের সন্তান।
প্রসঙ্গত, এক কমন বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল অমিত এবং আদিত্যর। সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব, এবং আগ্রহের বিষয়বস্তু ভিন্ন হওয়া সত্ত্বেও পরস্পরের প্রেমে পড়ে যান দুজন। এক বছর পর বাড়িতে সম্পর্কের কথা জানান তাঁরা।