Cancer: মহা `মৃত্যুফাঁদে` তরুণ প্রজন্ম! বাড়ছে ১৭ ক্যানসারের ঝুঁকি, বাড়ছে মৃত্যুহার...

SUDESHNA PAUL Fri, 02 Aug 2024-7:11 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: Gen X এবং Millennials-দের মধ্যে ভীষণভাবেই বাড়ছে ১৭টি ক্যানসারের ঝুঁকি।

এই ১৭টি ক্যানসারের মধ্যে ১০ কমবয়সীদের মধ্যে বাড়ছে ওবেসিটির জন্য। এমনটাই বলছে সমীক্ষা।

যার মধ্যে অন্যতম জরায়ু ক্যানসার। এই জরায়ু ক্যানসারের প্রবণতা ইদানিংকালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এছাড়াও গ্যাস্ট্রিক কার্ডিয়া, ক্ষুদ্রান্ত্র, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ ব্রেস্ট, ডিম্বাশয়, লিভার, পিত্তনালী, ওরাল, ফ্যারিংক্স, মলদ্বার, কোলন, রেকটাল, গলব্লাডার, কিডনি এবং রেনাল পেলভিস, অগ্ন্যাশয় ক্যানসার, মায়েলোমা, নন-কার্ডিয়া গ্যাস্ট্রিক, টেস্টিস, লিউকেমিয়া এবং সবশেষে কাপোসি সারকোমা।

গবেষকরা আরও দেখেছেন বর্তমানকালে তরুণ প্রজন্মের মধ্যে যেমন ক্যানসারের ঝুঁকি বেড়েছে, তেমনই বেড়েছে ক্যানসারে তরুণ প্রজন্মের মৃত্যু হারও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link