কোলাহল থেকে দূরে নিরালায়, শিলিগুড়ির কাছে ঘালেটায়

Sun, 29 Jul 2018-3:30 pm,

পর্যটনের নয়া ঠিকানা এখন কালিম্পঙের ঘালেটা। ইতিমধ্যেই পর্যটকদের মন জয় করেছে সে।

সেবক থেকে মাত্র ২৬ কিলো মিটার দূরে ঘালেটা দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা।

একদিকে উত্তরের হিমেল হওয়া, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের মন কেড়েছে ঘালেটা।

শিলিগুড়ি বা মালবাজার থেকে খুব সহজেই যাওয়া যায় এই ঘালেটায়।

সেবক করোনেশন সেতু হয়ে কালিঝরা থেকে আরও একটু এগিয়ে শ্বেতী ঝরা পার করে চুচেদুঙা, থামদাড়া, সেলফু, মানা  হয়ে ২৬ কিলোমিটার গেলেই আপনি ঘালেটায় পৌঁছে যাবেন।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, বুদ্ধা ফলস, কমলা বাগান, অর্কিড বাগান ও পাহাড়ি চা বাগান। একটু এগোলেই দেখতে পাওয়া যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপু ঘরটি।  আহল ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন সূর্যোদয় ও সূর্যাস্ত।

ঘালেটার বিলে ভিড় জমায় হর্নবিল সহ নানা প্রজাতির পাখি। পাখিদের কিচিরমিচিরে সে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা।

পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে। অর্গানিক সবজি সহ গরম ভাতে পাহাড়ি ঘি ও আলু ভাজায় তৃপ্তিকর খাবার পাবেন এখানে। পাবেন স্মোকি চা-ও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link