ছিপে উঠল ৬ কিলোর রাঘব বোয়াল
জালে পড়ল রাঘব বোয়াল।
মাছটি ওজনে প্রায় ৬ কিলো।
জলপাইগুড়ির ময়নাগুড়ির জরদা নদীতে ধরা পড়ে মাছটি।
ময়নাগুড়ির বাসিন্দা পিনাকী দাস এদিন সকালে সরপুঁটি মাছ ধরতে নদীতে যান।
পিনাকী জানিয়েছেন, ছোটো বড়শিতে ভাতের টোপ দিয়েছিলেন তিনি।
কিন্তু, সরপুঁটির বদলে বড়শিতে গাঁথে একটি রাঘব বোয়াল।
প্রায় ২ ঘণ্টার চেষ্টায় মাছটিকে নদী থেকে তোলেন তিনি।
বিশালকার মাছটিকে দেখতে হুলস্থূল পড়ে যায়।