ক্যানসারে বাদ যায় পা, জীবনের দৌড়ে তবুও প্রথম এই মডেল
অসাধ্য কে জয় করার অদম্য ইচ্ছে মনের মধ্যে থাকলে তাকে যে অনায়াসেই জয় করা যায়, তা আরও একবার প্রমাণ করে দেখালেন ফিলাডেলফিয়ার ২৯ বছর বয়সী মডেল তেসা সিনডার।
মাত্র ১১ বছর বয়সে তেসা ক্যান্সারে আক্রান্ত হন। সেই মারণ রোগ যাতে শরীরের আর কোথাও থাবা না বসাতে পারে তাই তেসার একটি পা বাদ যায়। এরপর দৈনন্দিন জীবনে লড়াই চালানোর জন্য একটি কৃত্রিম পায়ের সাহায্য নেন।
তেসা তার জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেছে যে, এই কৃত্রিম পা সংযোজনের ব্যাপারটি তার কাছে মোটেও আনন্দকর ছিল না, বিশেষ করে স্কুলে বা অন্য কোথাও নিজেকে বেমানান বলে মনে হতো।
তবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রায় ২০ বছর পর তেসা, এই কৃত্রিম পা টি কে মন থেকে গ্রহণ করেছে এবং নিজের শরীরের অংশ বলে মেনে নিয়েছে।
তেসা আজ দুই সন্তানের মা এবং সেই সাথে এক সফল মডেলও বটে।
তেসা নিজের কৃত্রিম পা সম্পর্কে বলতে গিয়ে স্বীকার করেছে, যে , কৃত্রিম পা টি ছিল বলেই আজ সে কারোর উপর নির্ভরশীল নন।
এই পায়ের সাহায্যেই স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে স্বামী-সন্তানের সঙ্গে সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন তিসা।