Lift Death: চিৎকার শুনতে পেল না কেউ, ৩ দিন ধরে লিফটে আটকে মৃত্যু তরুণীর!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ দিন লিফটের মধ্যেই আটকে তরুণী! হাজার চিৎকারও শুনতে পেল না কেউ...
শেষে লিফটের দরজা ভাঙতেই উদ্ধার হল নিখোঁজ তরুণীর নিথর দেহ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের ওলগা লিয়নতিয়েভাতে।
অন্যান্য দিনের মত-ই কাজে গিয়েছিলে ওই তরুণী। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।
শুরু হয় ওই তরুণীর খোঁজ। শেষে বন্ধ লিফটে মেলে ওই তরুণীর নিথর দেহ।
এখন চিনা সংস্থার তৈরি ওই লিফটটি যান্ত্রিক ত্রুটির কারণেই আটকে যায় বলে মনে করছেন তদন্তকারীরা।