এবার চিনের মতো Glass bridge বিহারে! Adventure-এর খোঁজে ভিড় করছেন পর্যটকরা

Fri, 18 Dec 2020-12:24 pm,

বিহারের রাজগীর এমনিতেই পর্যটকদের বেশ পছন্দের জায়গা। বিদেশি পর্যটকরাও ভিড় জমান রাজগীরে। আর এবার তো রাজগীরে নতুন আকর্ষণ। গ্লাস ব্রিজ। একেবারে চিনের মতো।

ইতিহাসের টুকরো টুকরো স্মৃতি ছড়িয়ে রয়েছে রাজগীরে। এবার সেইসঙ্গে অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়ার সুযোগও থাকছে। আর তাই শীতের শুরুতেই রাজগীরে ভিড় জমাচ্ছন পর্যটকরা।

নেচার অ্যাডভেঞ্চার কেমন, তা অনুভব করতে হলে আপনাকেও একবার যেতে হবে রাজগীর। গ্লাস স্কাইওয়াক ব্রিজ-এর উপর হেঁটে আলাদা রকমের রোমাঞ্চ অনুভব করতে পারবেন।

চিনের ঝিয়ানঝাউ প্রদেশে গ্লাস ব্রিজ মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। ৪৩০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া। বিহারের ব্রিজ ততটা উঁচু না হলেও রোমাঞ্চ অনুভব করতে কোনও অসুবিধা হবে না। এই ব্রিজ-এর আশেপাশে সাফারি পার্ক, আয়ুর্বেদ পার্ক গড়ে তোলার কাজও শুরু হয়েছে।

গ্লাস ব্রিজ-র সামনে থেকে রোপওয়ে চালু হবে। ফলে সরাসর বিশ্ব শান্তি স্তুপে পৌঁছতে পারবেন পর্যটকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link