Virender Sehwag: `ওই রাতে তখন...`, শেহওয়াগের আসল চরিত্র সামনে! দু`মলাটের বিস্ফোরণে কাঁপল বাইশ গজ...
বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মুখ খুললেন। বলা ভালো কলম ধরলেন। টেনে আনলেন পঞ্জাব কিংসের (অতীতের কিংস ইলেভেন পাঞ্জাব) জার্সিতে তাঁর আইপিএল খেলার 'অন্ধকার' অধ্য়ায়। তোপ দাগলেন প্রীতি জিন্টার (Preity Zinta) দলের সেই সময়কার ডিরেক্টর অফ অপারেশনস বীরেন্দ্র শেহওয়াগের বিরুদ্ধে!
ম্য়াক্সওয়েল তাঁর নতুন বই- 'দ্য় শোম্য়ান'-এ অনেক কথাই বলেছেন। ২০১৭ সালের আইপিএলের কথা উল্লেখ করেছেন ম্য়াক্সওয়েল। সেই বছর প্রীতির লাল বাহিনী পাঁচে শেষ করেছিল পয়েন্ট টেবলে। ১৪ ম্য়াচে ৭ জয় পেয়েছিল পঞ্জাব। প্রাক্তন অধিনায়ক ম্য়াক্সওয়েল সাফ লিখেছেন যে, এমন কিছু ঘটনা ঘটেছিল, যে কারণে আর কখনও তিনি কথা বলেননি শেহওয়াগের সঙ্গে। ভারতীয় ক্রিকেটের নক্ষত্র ওপেনারের আসল চেহারা তুলে ধরেছেন ম্য়াক্সওয়েল।
ম্য়াক্সওয়েল বইয়ে লিখেছেন, 'দল নির্বাচনের কথা মাথায় রেখে, আমি ভেবেছিলাম আমাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। সেখানে সকল কোচেরা থাকবেন। আমার প্রস্তাবে সকলেই সম্মত হয়েছিলেন শুধু শেহওয়াগ বাদে! তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তিনি প্রথম একাদশ তিনিই বেছে নেবেন। এই নিয়ে আর কোনও কথা হবে না। আমরা ততক্ষণে মাঠে ও মাঠের বাইরে এবং মাঠের বাইরে হারতে শুরু করে দিয়েছি। শেহওয়াগ এমন একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার কোনও মানেই ছিল না!'
ম্য়াক্সওয়েল তাঁর বইয়ে আরও লিখেছেন, 'ওই রাতে তখন আমি ভেবেছিলাম সাংবাদিক বৈঠক করব। কিন্তু শেহওয়াগ বলেছিল যে, ও করবে! বাসে উঠে দেখি যে, আমাকে আসল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই বার করে দেওয়া হয়েছে। হোটেলে ঢুকে দেখি আমার ফোন বেজেই যাচ্ছে। সাংবাদিক বৈঠকে শেহওয়াগ বলেছিলেন, 'আমি নাকি চূড়ান্ত হতাশ করেছি। অধিনায়ক হিসেবে দায়িত্ব না নেওয়ার কারণে দুষেছিলেন। বাকিটা সকলেই জানে। বিষয়টি অপ্রীতিকর ছিল, বিশেষ করে যখন আমি ভেবেছিলাম যে আমাদের পথ ভালো ভাবেই আলাদা হয়েছে...'
শেহওয়াগকে আমি টেক্সট করে জানিয়ে ছিলাম যে, ওঁর মন্তব্য পড়ে আমি কতটা কষ্ট পেয়েছি। আমি লিখেছিলাম যে, উনি যেভাবে নিজেকে পরিচালনা করেছিলেন তাতে করে, সে আমার মতো একজন ফ্য়ানকে হারিয়েছে। শেহওয়াগের প্রতিক্রিয়া খুবই সহজ ছিল। উনি লিখেছিলেন যে, আমার তোমার মতো ফ্য়ানদের পছন্দ করি না। আমরা এরপর আর কথা বলিনি। আমি জানতাম যে, আমার সময় শেষ হয়ে গিয়েছে। এবং মালিকদের বলেছিলাম যে, শেহওয়াগ যদি থাকে, তাহলে তারা ভুল করবে। আমার কথা ভাবতে হবে না। শেহওয়াগ আর এক মরসুমই ছিল ওই দলে।'
ম্য়াক্সওয়েল ২০১৪-২০১৭ পর্যন্ত পঞ্জাবে খেলেছিলেন। ২০১৮ সালে দিল্লি ক্য়াপিটালসে খেলে ফের তিনি ২০২০ সালে পঞ্জাবে যোগ দেন। যদিও ২০২১ থেকে ম্য়াক্সওয়েল খেলছেন রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দেখা যাক আসন্ন মরসুমে আরসিবি ম্য়াক্সওয়েলকে রেখে দেয় কিনা!