মুজিব হত্যার প্রত্যক্ষ সাক্ষী যাঁরা...
২১ ফেব্রুয়ারি। বাঙালির জীবনে স্মরণীয় দিন। এই দিন আবেগের তোড়ে ছারকার একাকার হয়ে যায় দুই বাংলার বেড়াজাল। মায়ের আঁচলে মাতৃভাষাকে দৃঢ় করে বাঁধতে শহিদ হয়েছিল তর তাজা পাঁচটি প্রাণ। রক্তের বিনিময়ে মুক্ত হয়েছিল ভাষা। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সেই দিন কি আমরা ভুলতে পারি...। এ দিনের স্মরণে ওপার বাংলার জননায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। তাঁর বাসভবনের আনাচকানাচ থেকে ইতিহাসের টুকরো কুড়িয়ে আনলেন তিনি। সে সব মুহূর্তের টুকরো দিয়ে গাঁথা এই ছবি-মালা...
১৯৭৫-র ১৫ অগাস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবনে হানা দেয় বাংলাদেশ সেনা। নির্বিচারে গুলি চালানো হয়। সেই
বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন।
মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। উপরে বিশ্ব 'গ্লোব'। নিঃশব্দে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তারা।
মুজিবুর রহমানের বৈঠকখানা।
লুটিয়ে পড়েছেন গুলিবিদ্ধ মুজিবুর। সে সময়ের ছবি এটি...
গুলির চিহ্ন সযত্নে সাজিয়ে রেখেছে আলমারিটি।
এই সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পারেননি। এখানেই গুলি লুটিয়ে পড়েছিলেন তিনি।
এই কক্ষই মুক্তিযুদ্ধের আন্দোলনের আঁতুড়ঘর বলা যেতে পারে।