মঙ্গলবার ফের কমলো সোনার দাম, জেনে নিন কলকাতার দর
মঙ্গলবার ফের পড়ল সোনার দাম। আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম হল ৫০,২৩০ টাকা। কয়েকদিন আগেই সোনার দাম ছুঁয়েছিল ৫১,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে সোনার দামের ট্রেন্ডের ওপরে নির্ভর করেই কমেছে সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচক পড়ে যায় ০.৫ শতাংশ।
সোনার পাশাপাশি রুপোর ক্ষেত্রে এমসিএক্স সূচক পড়ল ০.৬ শতাংশ। ফলে এক কেজি রুপোর দাম গিয়ে দাঁড়াল ৬৭,৮৫০ টাকা।
এক্সাইজ ডিউটি, ট্যাক্স ও মেকিং চার্জের হেরফেরের কারণ দেশের বিভিন্ন শহরে সোনার দাম বিভিন্ন।
মুম্বইয়ে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৯,৬০০ টাকা, দিল্লিতে ৪৯,৬৬০ টাকা, কলকাতায় ৫০,২৩০ টাকা, বেঙ্গালুরুতে ৪৮,১৬০ টাকা।