Gold Price Hike: সুদিন সইল না, পুজোর আগেই ফের চড়চড়িয়ে বাড়ছে সোনা-রুপো...

Soumita Mukherjee Tue, 24 Sep 2024-9:46 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে বাকি আর মাত্র কয়েকদিন, পুজো আসছে। পুজো পেরোলেই ধনতেরাস ও দিওয়ালি, তারপরেই শুরু হবে বিয়ে মরসুম। তার আগেই চড়চড়িয়ে বাড়ছে সোনা-রুপোর দাম। 

 

কী কারণে বাড়ছে সোনার দাম? ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইজরায়েলের গাজার উপরে হামলা চালিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের ঝুঁকির কারণে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে সোনার চাহিদা আরও বেড়েছে। 

 

স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণ হল জুয়েলার্স ও খুচরো বিক্রেতাদের মধ্যে চাহিদা বৃদ্ধি।

 

সোনার দামের বৃদ্ধি কি অব্যাহত থাকবে না কি এর দাম একটু কমতে পারে? জানা যায় আমেরিকায় সুদের হার কমানোর পর সোনার দাম বেড়েছে এবং আরও সুদের হার কমানো হতে পারে। তাই সোনার দামের বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

 

আন্তর্জাতিক উন্নয়নের কারণে সোনার দাম ওঠানামা করে। তাই বাজারে মন্দা থাকলেও সোনার দামে কোনও মন্দা নেই।

 

আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধির ফলে সোমবার সোনার দাম ৬০০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে দাম দাঁড়ায় ৭৬,৯৫০ টাকা। 

 

বৃহস্পতিবার শেষ ট্রেডিং সেশনে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধতার সোনা প্রতি ১০ গ্রাম ৭৬,৩৫০ টাকা ছিল। মঙ্গলবার সেই সোনার দাম ৭৬,৯৫০ টাকা।

 

এই বছর সোনার দাম ২৭ শতাংশ বেড়েছে এবং সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

 

মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম ৭০০০ (১০ গ্রাম), ২৪ ক্যারাটের দাম ৭৬৩৬০ (১০ গ্রাম)।

 

দীপাবলি পর্যন্ত সোনার দাম ৭৫,০০০ টাকা থেকে ৭৬,০০০ টাকার মধ্যে থাকতে পারে। রুপোর দাম ৯২,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link