Gold Price Hike: একলাফে বেড়ে গেল অনেকটা দাম, সোনা কিনতে গেলেই মাথায় হাত...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক লাফে অনেকটাই দাম বাড়ল সোনার। ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ।
বুধবার প্রায় ৪০০ টাকা দাম বাড়ল সোনার।
বুধবার ১০ গ্রাম সোনার দাম বেড়ে হল ৭৫,০৫০ টাকা।
মঙ্গলবার বাজার বন্ধের সময় সোনার দাম ছিল ৭৪,৬৫০।
তবে শুধু সোনাই নয়, বাড়ছে রুপোরও দাম। এক কেজি রুপোর দাম ৯৪ হাজার ৪০০ টাকা।
সারা দেশে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়াতেই এই মূল্যবৃদ্ধি হয়েছে।
শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও বাড়ল সোনার দাম।