Gold Price Today: ফের বাড়ছে সোনার দাম? ভোটের শেষ দফার আগে দাম পৌঁছল...
ফের বাড়তে চলেছে সোনার দাম? গত কয়েকদিন ধরে রেকর্ড দামে বিক্রি হচ্ছিল সোনা ও রুপোর ৷ সোনার দাম কি আরও বাড়বে ? এখন কি সঠিক সময় সোনার কেনার ?
মঙ্গলবার চেন্নাইয়ে ২৪ ক্যারেটের সোনার দাম ছিল ৭৩৫৩০ টাকা। ২২ ক্যারেটের সোনা বিকিয়েছে৬৭৪০০ টাকায়। ১৮ ক্যারেটের সোনার জন্য ওই শহরে খরচ করতে হয়েছে ৫৫২১০ টাকা।
কলকাতা এবং মুম্বাইয়ে এদিন পাকা এবং গয়নার সোনার জন্য ব্যয় হয়েছে যথাক্রমে ৭২৯৩০ ও ৬৬৮৫০ টাকা প্রতি দশ গ্রাম। দুই শহরে ১৮ ক্যারেটের সোনার মূল্য ছিল ৫৪৭০০ টাকা।
২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৬৯ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৫৬৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৪২ টাকা।
সোমবার প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল ৭১,৬১৯ টাকা। ট্রেডিং সেশনে সোনার দাম সর্বোচ্চ ৭১,৬৯৭ টাকায় পৌঁছয়। শুধু মে মাসেই প্রতি দশ গ্রাম সোনার দাম বেড়েছে ১,২৮২ টাকা।