Gold Price: আজই কিনে রাখুন, বিয়ের মরসুমের আগেই ৮০হাজার ছুঁতে চলেছে সোনা!

Fri, 18 Oct 2024-8:53 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই ধনতেরাস, তারপরেই আসছে বিয়ের মরসুম। তার ঠিক আগেই ক্রমবর্ধমান সোনার দাম।

বৃহস্পতিবার পর ফের উর্দ্ধমুখী সোনার দাম। মাথায় হাত মধ্যবিত্তের। 

যে হারে সোনার দাম বাড়ছে, তাতে অনেকেই মনে করছেন ধনতেরাস বা তার কাছাকাছি সময়ে ৮০ হাজার ছাড়িয়ে যাবে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম।

আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন সোনার চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই দামও বাড়বে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। 

ইরান-ইজরায়েলের মধ্যে যে টানাপোড়েন চলছে সেই কারণেও সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 

তাহলে কি এখনই সোনা কিনে রাখার সঠিক সময় ? সামনে বিয়ে থাকলে অবশ্যই। 

শুক্রবার কত টাকায় বিক্রি হচ্ছে সোনা?

শুক্রবার থেকে বেশকিছুটা বেড়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৭২,৪০০ টাকা।

শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৮, ৯৮০ টাকা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link