Gold Price Today: পুজোর আগেই সোনার দামে চমক! আজ কত কমে কিনতে পারবেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে হলুদ ধাতু। তবে শুক্রবার কিছুটা হলেও দাম কমল সোনার। বাংলায় কি সস্তা হয়েছে সোনার দাম?
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার টাকা। গতকাল ছিল ৭০ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৪৫০ টাকা। গতকাল ছিল ৭৭ হাজার ২০ টাকা।
এই দরের উপর ৩ শতাংশ জিএসটি যোগ হবে। এর পাশাপাশি অনেক গয়না প্রস্তুতকারক সংস্থা এর সঙ্গে কিছু অতিরিক্ত চার্জ নিয়ে থাকে। সব মিলিয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৮ হাজার টাকা তো পেরিয়েই যাবে।
অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা।
ব্যবসায়ীদের মতে, ক্রমাগত গয়না কেনাকাটা এবং আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রবণতার কারণে সোনার দাম বেড়েছে।
শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে।