অর্জিত সব ট্রফি বিক্রি করে করোনা মোকাবিলায় অর্থ দান করলেন গলফার অর্জুন
১৫ বছর বয়স তাঁর. তবে এইই বয়সেই আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করেছেন গলফার অর্জুন ভাট্টি। এবার দেশবাসীর হৃদয় জিতে নিলেন এই কিশোর গলফার।
গত আট বছরে ১০২টি ট্রফি জিতেছেন অর্জুন। এবার সব ট্রফি তিনি বিক্রি করে দিলেন। উঠল ৪.৩০ লাখ টাকা। পুরো অর্থ তিনি দান করলেন প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে।
দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এমন দুঃসময়ে বহু দুস্থ মানুষের দুবেলা খাবার জুটছে না। তাঁদের পাশে থাকার জন্য বহু তারকা নিজেদের সাধ্যমতো আর্থিক সাহায্য করেছেন। সচিন তেন্ডুলকর থেকে শুর করে শাহরুখ খান, এগিয়ে এসেছেন অনেক তারকাই।
১৫ বছরের অর্জুনও এমন দুর্দিনে দেশের মানুষের পাশে থাকতে চেয়েছিলেন। তবে সবে কেরিয়ার শুরু করেছে অ্র্জুন। এখনই বড়সড় আর্থিক অনুদান করার সামর্থ ছিল না তার। তবে হাত গুটিয়ে বসে থাকেননি। ট্রফি বিক্রি করে পাওয়া টাকা তিনি দেশের মানুষের জন্য অনুদান দিলেন।
তিনটি ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে অর্জুন। আর সব ্ট্রফিই নিজের আত্মীয়স্বজন ও বাবা—মায়ের বন্ধুদের কাছে বিক্রি করেছে সে। জানিয়েছে, ট্রফি আবার চলে আসবে। কিন্তু এই সময় দেশের মানুষের পাশে থাকাটা কর্তব্য।