বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে Tiger-Woods,টুকরো টুকরো শরীরের একাধিক হাড়
নিজস্ব প্রতিবেদন: বিরাটাকার দুর্ঘটনায় আহত কিংবদন্তী গল্ফার Tiger-Woods। টুকরো টুকরো হয়ে গিয়েছে শরীরের একাধিক হাড়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর জটিল অস্ত্রোপচার হয় তার পায়ে। জানা গিয়েছে, শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন খেলোয়ার।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় সময় অনুসারে সকাল ৭ টা ১২ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে রেলিং ভেঙে নিচে পড়ে যায় গাড়ি। স্থানীয় সংবাদ সূত্রে খবর, রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে।
ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড থেকে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি।
হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কিন্তু নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও স্পষ্ট নয়।
লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারফাইটার্স তরফে জানানো হয়েছে জস অফ লাইফ পদ্ধতিতে গাড়িটিকে তোলা হয়।
কিন্তু, স্থানীয় সংবাদ সুত্রে তাঁর যে গুরুতর চোটে কথা প্রকাশ্যে এসেছে, তাতে ওয়াকিবহালমহল মনে করছে গল্ফারের কেরিয়ার প্রশ্নের মুখে দাঁড়াতে পারে।
কারণ তাঁর পায়ে গুরুতর চোট লেগেছে।