গোলু সুন্দল বনাম Halloween Chocolates কোনটা আপনার বাচ্চার পছন্দের?
নিজস্ব প্রতিবেদন: হ্যালোউইনের দিনে, দানব বা দেবদূত সেজে চকোলেট ভর্তি ব্যাগ ছোটদের মনে আনন্দ এনে দেয় আর কথিত আছে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে। প্রতিটি ঝুড়িতে এক মুঠো চকলেট রাখতে হয়। "হ্যাপি হ্যালোইন"-এর আগে এইদেশে গোলুর ধাপের ব্যবহারও অশুভ শক্তির বিনাশ করে, এই হিসেবেই মানা হত।
ঠিক সন্ধ্যার পরে "হ্যাপি হ্যালোইন" শুরু, সবচেয়ে ভয়ঙ্কর যাকে ভাললাগবে সেই জয়ী।
যখন নবরাত্রির ছুটি শুরু হয়, তখন আশেপাশের বাড়িতে গিয়ে গোলুকে দেখার আমন্ত্রণ থাকে।
আমাদের মহিমান্বিত আবৃত্তির পর সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি ছিল সুন্দলের প্যাকেটের অভ্যর্থনা। এটাই ছিল আমাদের বিজয় মুহূর্ত!
নবরাত্রিতে গোলুর সংখ্যার সঙ্গে হ্যালোইন পার্টিতে চকোলেটের সংখ্যাও বর্তমানে ছোটদের কাছে আগ্রহের।