লকডাউনে বন্ধ চার্চ, গুড ফ্রাইডে-তে ইউটিউবে লাইভ প্রার্থনায় সামিল লাখো রাজ্য়বাসী
সুকান্ত মুখার্জি : করোনার জেরে লকডাউন। আর তার জেরেই আজ গুড ফ্রাইডের দিন বিশপ হাউস থেকে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রার্থনা করা হল।
অন্য সময় এই দিনে চার্চে উপাসনার জন্য বহু মানুষ হাজির হন। কিন্তু এবছর সেই সুযোগ নেই। প্রার্থনা করতে তাই ভরসা হল ইউটিউব।
বেলা ১২টায় বিশপ ইউটিউবে লাইভে প্রার্থনা করেন। আর সেই প্রার্থনাতে যোগ দেন ১ লাখ মানুষ।
রাজ্যের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা খ্রিস্টধর্মাবলম্বী মানুষরা বিশপের সঙ্গে একসঙ্গে প্রার্থনা করেন।
করোনার হাত থেকে সবাইকে সুস্থ রাখার জন্য যিশুর কাছে এদিন প্রার্থনা জানান বিশপ।